Quantcast
Channel: BDPIPS.COM
Viewing all articles
Browse latest Browse all 2272

MetaTrader4 এর কিছু scripts শেয়ার করলাম, যাদের কাছে নেই শুধু তাদের জন্য...

$
0
0

এই স্ক্রিপ্ট গুলোর সাহায্যে আপনি যে কাজ গুলো করতে পারবেন তা হল,


১) এর সাহায্যে আপনি একসাথে অনেক গুলি ওপেন ট্রেড ক্লোজ করতে পারবেন।


২) সকল প্রফিটেবল ট্রেড একসাথে বন্ধ করতে পারবেন।


৩) সকল পেন্ডিং ট্রেড একসাথে বন্ধ করতে পারবেন।


৪) সকল লসকৃত ট্রেড একসাথে বন্ধ করতে পারেবেন।


আর আমি যেগুলো জানি না সেগুলো আপনারা ডেমোতে দেখে জানাবেন। ধন্যবাদ।




কিভাবে স্ক্রিপ্ট গুলো MetaTrader 4 সফটওয়্যার এ যুক্ত করতে হবেঃ


ডাউনলোড কমপ্লিট হলে ফাইলটি আনজিপ করুন ও স্ক্রিপ্ট গুলো কে কপি করে Local Disk (C:)>Program Files>Insta Trader>experts>scripts এ পেষ্ট করে দিন।




scripts গুলোর ব্যবহারঃ স্ক্রিপ্ট গুলো নির্দিষ্ট ফোল্ডারে পেষ্ট করার পরে আপনার কাঙ্খিত ট্রেডিং সফ্টওয়্যার টি ওপেন করুন ও বাম পাশের নিচের দিকে Navigetor এরিয়াতে অবস্থিত scripts লেখা বাটনে ক্লিক করুন। বাটনটিতে কিক্ল করলেই নিচের দিকে সারি বদ্ধ ভাবে আপনার পেষ্ট করা স্ক্রিপ্ট গুলো দেখতে পাবেন। সেখান থেকে আপনার কাঙ্খিত স্ক্রিপ্ট টিকে ড্রাগ করে চার্ট এর উপরে এনে ছেড়েদিলেই স্ক্রিপ্টটির কার্যকারিতা দেখতে পাবেন।


সতর্কতা: স্ক্রিপ্ট গুলো ব্যাবহার করার পূর্বে অবশ্যই ডেমো একাউন্টে পরিক্ষা করে নিবেন।


সংযুক্ত ফাইল  MT4_Scripts.zip (9.95K)
ডাউনলোড সংখ্যা: 35


Source :
http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/168926
http://www.forexfactory.com/showthread.php?t=193727

Viewing all articles
Browse latest Browse all 2272

Trending Articles