কার্টুন কার না ভাল লাগে? ছোট থেকে বৃদ্ধ সবাই মজার কার্টুন দেখলেই একটু নড়ে-চড়ে বসেন। তাই ফরেক্স রিলেটেড কার্টুন নিয়ে ওপেন করা হল এই নতুন টপিকটি। আমরা সবাই ক্রিয়েটিভ। অবসর সময়ে চলুন সবাই বানিয়ে ফেলি কিছু কিছু ফরেক্স কার্টুন, আর পোস্ট করে দিন বিডিপিপস ফরেক্স টুনসে। একা একা ফরেক্স ট্রেড করা অনেকটাই বোরিং। সকলের সাথে মজার কার্টুন শেয়ার করে এবং অন্যদের কার্টুন দেখে ট্রেডিংয়ের ফাঁকে অবসর সময়টি হয়ে উঠুক আনন্দময়।
সবাই একটি করে কার্টুন পোস্ট করার চেষ্টা করুন। যদি আপনি মনে করেন অন্যরা তো পোস্ট করবেই, আমি না হয় নাইবা করলাম, তাহলে দেখা যাবে কেউই কার্টুন পোস্ট করছে না। শুরু হয়ে যাক ফটোশপ এবং পেইন্ট সাথে নিয়ে কার্টুন যুদ্ধ। ভাল ভাল কার্টুনগুলো বিডিপিপসের ফেসবুক পেইজে পোস্ট করা হবে।
প্রথম কার্টুনটা আমিই পোস্ট করলামঃ
সবাই একটি করে কার্টুন পোস্ট করার চেষ্টা করুন। যদি আপনি মনে করেন অন্যরা তো পোস্ট করবেই, আমি না হয় নাইবা করলাম, তাহলে দেখা যাবে কেউই কার্টুন পোস্ট করছে না। শুরু হয়ে যাক ফটোশপ এবং পেইন্ট সাথে নিয়ে কার্টুন যুদ্ধ। ভাল ভাল কার্টুনগুলো বিডিপিপসের ফেসবুক পেইজে পোস্ট করা হবে।
প্রথম কার্টুনটা আমিই পোস্ট করলামঃ